|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুলাই ২০২৫ ০৭:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০৪:১৬ অপরাহ্ণ

গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 

গোপালগঞ্জের ঘটনার আগে গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্য ছিল কিনা—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল ঠিকই, তবে ঘটনা যে এতটা বড় আকার নেবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা ছিল না।”
 

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে যার যা বক্তব্য, সে তা দিতেই পারে। আমি সেটা নিয়ে মন্তব্য করতে চাই না।”
 

ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হবে—জানতে চাইলে তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
 

অপরাধীদের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দেন, “যারা অন্যায় করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫