|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৪:১৭ অপরাহ্ণ

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে খুবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও জিরো পয়েন্ট অবরোধ


কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে খুবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও জিরো পয়েন্ট অবরোধ


খুলনা ব্যুরো:-

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মো. মাছুদের পদত্যাগ দাবিতে আন্দোলন জোরদার হয়েছে। তারই ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরাও আজ বুধবার কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
 

সকাল থেকেই ক্লাস বর্জন করেন খুবির শিক্ষার্থীরা, যার ফলে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে পাঠদান স্থগিত থাকে। পরে বিকেল তিনটায় একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা খুলনার গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এর ফলে খুলনা-সাতক্ষীরা ও খুলনা-বাগেরহাট মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
 

তবে পুলিশের অনুরোধ এবং প্রচণ্ড গরমে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং সড়কের এক পাশে শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেন।
 

এছাড়াও, কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে দুপুর ১২টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে খুলনা সচেতন নাগরিক সমাজ, রেড জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫