|
প্রিন্টের সময়কালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৫ অপরাহ্ণ

জমি নিয়ে সংঘর্ষে নিহতে-৩ পুলিশ প্রত্যাহার, গ্রেফতার ৩


জমি নিয়ে সংঘর্ষে নিহতে-৩ পুলিশ প্রত্যাহার, গ্রেফতার ৩


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে শাহাদত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে যাদুরচর ইউনিয়নের ধনারচর এলাকায় এ ঘটনা ঘটে। 
 

এ ঘটনায় বুধবার তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয় তিন পুলিশ সদস্যকে। তবে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম।
 

আটক নারীরা হলেন– আফরিনা আকতার, কুপিয়া বেগম ও আফরোজা বেগম। নিহত শাহাদত হোসেন উপজেলার ধনারচর এলাকার আব্দুল হামিদের ছেলে।
 

জানা গেছে, দীর্ঘদিন ধরে যাদুরচর ইউনিয়নের ধনারচর এলাকার আবুল হোসেন ও নূর ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে পাল্টাপাল্টি একাধিক মামলাও রয়েছে আদালত ও থানায়। এরই জের ধরে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে সরিষা তুলে নিয়ে যাচ্ছিল আবুল হোসেনের পক্ষের শতাধিক লোক। সে সময় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেয় নূর ইসলামের পক্ষের লোকজন। সত্যতা যাচাইয়ের জন্য এসআই খুকিন, কনস্টেবল সোহেল ও রাশেদ ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের সামনে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন শাহাদত, রিতা, শেফালী, বাছিরন, রাবেয়া, মন্টু মিয়া, শহিদুলসহ অন্তত ১৭ জন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকাল ৭টার দিকে সেখানে মারা যান শাহাদত হোসেন। এ খবর ছড়িয়ে পড়লে বুধবার এলাকায় আবারও উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ইউএনও, সার্কেল এসপি, রৌমারী ও রাজীবপুর থানার ওসি ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। এতে তোপের মুখে পড়ে পুলিশ।
 

মঙ্গলবার পুলিশের সামনে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এসআই খুকিন, কনস্টেবল সোহেল ও রাশেদকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় আজিজুল হক নামে একজন বাদী হয়ে ৪৩ জনের নামে হত্যা মামলা করেছেন। এ মামলায় ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
 

সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম বলেন, ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৩ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য রৌমারী থানায় নিয়ে এসেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫