|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৯ অপরাহ্ণ

জনাকীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে যাতায়াত ৭ গ্রামের বাসিন্দাদের


জনাকীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে যাতায়াত ৭ গ্রামের বাসিন্দাদের


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গোবর্ধন দোলা খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে রেলিং ও পাটাতন ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ায় পথচারী পারাপারে ঘটছে নানা দুর্ঘটনা।
 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটি ভেঙে যাওয়ায় সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকের ফসল আনা নেওয়া ও গরু পারাপারে নানা সংকটে পরছে এলাকাবাসী। এই সেতু দিয়ে প্রতিদিন কমপক্ষে ৯ থেকে ১০ হাজার লোক যাতায়াত করে থাকে।
 

স্থানীয় সাবেক ইউপি সদস্য মৃণাল কান্তি রায় জানান, কয়েকদিন পূর্বেও একটি গরু ওই সেতু থেকে পরে মারা গিয়েছে। রেলিং না থাকায় কিছুদিন আগেও কয়েকজন ছাত্র স্কুলে যাওয়ার পথে ব্রিজ থেকে সাইকেল নিয়ে পানিতে পড়ে যায়। বৃদ্ধ ও শিশুরা সেতুটি দিয়ে চলাফেরা করতে পারছে না। মাঝখানে ঢালাই ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার করছে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল আরোহী এবং কৃষি পণ্য আনা নেওয়ায় চাষিরা পরছে বিপাকে। এই সেতু দিয়ে প্রতিদিন ৫ থেকে ৭ গ্রামের মানুষ যাতায়াত করে।
 

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা, মাহফুজার রহমান ও আপেল মিয়া জানান, ৩০ বছর আগে নির্মিত সেতুটির পিলারের সিমেন্ট খসে পড়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বর্তমানে সেতুটি দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হয়ে পড়ায় আমরা কৃষি পণ্য নিয়ে হাট বাজারে যেতে পারি না।
 

এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য কাজল চন্দ্র রায় জানান, ব্রিজটি পুনঃনির্মাণের জন্য উপজেলা এলজিইডি অধিদপ্তর বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে।
 

উপজেলা প্রকৌশলী সোহেল রানা জানান, শতাধিক সেতুর প্রস্তাবনা দেওয়া আছে। তার মধ্যে এই সেতুটিও আছে। পরিদর্শন করে সেতুটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫