|
প্রিন্টের সময়কালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০৭:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০৫:৪১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ঢাকা প্রেস


 

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক জাহাঙ্গীর আলম (সময় টেলিভিশন) ও সোহান মাহমুদ (এখন টেলিভিশন) এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন।

 


 

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 

সিটিজেএ’র সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ফারুক হোসেনের সহ-সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন:

  • চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল

  • মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ

  • রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা

  • এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ

  • সোহান মাহমুদ, এখন টেলিভিশন

  • সিটিজেএ’র সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম (চিকিৎসাজনিত কারণে বিদেশে থাকায় মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য প্রদান)
     

বক্তারা জানান, সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী শুভ ও তার নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসীর হামলা চালানো হয়েছে। সাংবাদিক পরিচয় সত্ত্বেও হামলা চলেছে, যা গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত প্রশাসনের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
 

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে প্রার্থী বাতিলের দাবিতে মশাল মিছিলের সময় সাংবাদিকরা ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছিলেন। তখন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করেন।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫