প্রকাশকালঃ
১৮ জুলাই ২০২৩ ০১:২৮ অপরাহ্ণ ১৯১ বার পঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের সপ্তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
২. ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ সংবিধানের কোন অনুচ্ছেদে এ কথা বলা আছে?
ক) ১০ নং অনুচ্ছেদে
খ) ২১(২) নং অনুচ্ছেদে
গ) ২৭ নং অনুচ্ছেদে
ঘ) ২৮(২) নং অনুচ্ছেদে
৩. ‘পাইন্যার মা’ চিত্রকর্মটি কোন চিত্রশিল্পীর আঁকা?
ক) শিল্পাচার্য জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) হাশেম খান
ঘ) মোস্তফা মনোয়ার
৪. মুক্তিযুদ্ধ-পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
ক) রক্তাক্ত বাংলা
খ) জীবন থেকে নেয়া
গ) ওরা এগারো জন
ঘ) ধীরে বহে মেঘনা
৫. দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে?
ক) EU
খ) IDB
গ) ADB
ঘ) IFRC
৬. কোন সময়ে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়?
ক) ১৯৭৮
খ) ১৯৮৫
গ) ১৯৭৩
ঘ) ১৯৮০
৭. ‘প্রত্যেক শিশুই কোনো না কোনো বিষয়ে বুদ্ধিমান’ কথাটি কার তত্ত্বে পাওয়া যায়?
ক) জ্যঁ পিয়াজেঁ
খ) প্যাভলভ
গ) হাওয়ার্ড গার্ডনার
ঘ) স্কিনার
৯. বাংলাদেশের যে দ্বীপে পাহাড় আছে?
ক) সেন্টমার্টিন
খ) হাতিয়া
গ) মহেশখালী
ঘ) ভোলা
১০. সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া কোন পদকটি সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে?
ক) ফ্রিডম পদক
খ) ম্যাগসেসে পদক
গ) জুলিও কুরী পদক
ঘ) জওহরলাল নেহেরু পদক
১১. কোন গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয়?
ক) এড্রেনাল
খ) থাইরয়েড
গ) পিটুইটারি
ঘ) থাইমাস
১৩. NILG-এর পূর্ণরূপ—
ক) National Information Legal Guide
খ) National Institute Local Government.
গ) National Identity Licence Guide
ঘ) National Industrial League Group
১৪. বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
ক) প্রথম
খ) পঞ্চম
গ) সপ্তম
ঘ) অষ্টম
১৬. ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না—
ক) শেরে বাংলা এ কে ফজলুল হক
খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ) নবাব স্য্যার সলিমুল্লাহ
১৭. বাংলাদেশে কত সালে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করা হয়?
ক) ২০১০
খ) ২০১১
গ) ২০১২
ঘ) ২০১৩
১৮. একনেক (ECNEC)–এর প্রধান কে?
ক) প্রধানমন্ত্রী
খ) অর্থমন্ত্রী
গ) বাণিজ্যমন্ত্রী
ঘ) পরিকল্পনামন্ত্রী
১৯. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
ক) রাজনীতি
খ) বুদ্ধিজীবী সম্প্রদায়
গ) সংবাদ মাধ্যম
ঘ) যুবশক্তি
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৭-এর উত্তর
১ (ক), ২ (ঘ), ৩ (ক), ৪ (খ), ৫ (ঘ), ৬ (গ), ৭ (গ), ৮ (খ), ৯ (গ), ১০ (গ), ১১ (গ), ১২ (ক), ১৩ (খ), ১৪ (গ), ১৫ (খ), ১৬ (ঘ), ১৭ (গ), ১৮ (গ), ১৯ (গ), ২০ (খ)।