বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা অনন্য ভূমিকা রাখতে পারে: প্রধান উপদেষ্টা ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বে চলমান অস্থিতিশীলতা ও সংঘাত নিরসনে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মহামতি গৌতম বুদ্ধের শিক্ষা কার্যকর দিকনির্দেশনা দিতে পারে।
শনিবার (৪ অক্টোবর) ‘শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়সহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
অধ্যাপক ইউনূস বলেন, গৌতম বুদ্ধ মানবকল্যাণ, শান্তি, অহিংসা, সাম্য ও মৈত্রীর আদর্শ প্রচারে জীবন উৎসর্গ করেছিলেন। শান্তি ও সম্প্রীতিনির্ভর সমাজ গঠনই ছিল তার মূল লক্ষ্য। তার মানবিকতা, ত্যাগ ও জীবপ্রেমের বাণী আজও বিশ্বজুড়ে প্রেরণার উৎস।
তিনি আরও বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে হাজার বছরের পুরোনো বৌদ্ধ ঐতিহ্য গভীরভাবে যুক্ত। প্রাচীনকালে এ অঞ্চল এশিয়ার বৌদ্ধ ধর্মচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল—যার সাক্ষ্য বহন করছে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত প্রাচীন বৌদ্ধ বিহারগুলো।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানকার মানুষ ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। জাতীয় জীবনের প্রতিটি অর্জনেই সকল সম্প্রদায়ের অবদান রয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর উদীয়মান নতুন বাংলাদেশের মানুষ আরও দৃঢ় সম্প্রীতি, সহিষ্ণুতা ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনের পথ আরও মসৃণ হবে—এই প্রত্যাশাই করি।
শেষে প্রধান উপদেষ্টা ‘শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উৎসবের সার্বিক সফলতা কামনা করেন।
সূত্র: বাসস
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫