ত্বকের যত্নে কফি

সকালের এক কাপ কফি যেমন আপনার শরীরকে তরতাজা করে দেয়, তেমনি ত্বকের জন্যও দুর্দান্ত কাজ করে। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণের সমস্যা থেকে শুরু করে ত্বকের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কফির ব্যবহার ও এর উপকারিতা।
১. ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করে সতেজভাব আনতে কফি কার্যকরী বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। বাড়িতে বসে আপনি কফি, চিনি, নারিকেল তেল বা জলপাইয়ের তেল একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।
২. কফির অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর কণা থেকে ত্বকের ক্ষতি কমাতে কাজ করে। বলিরেখা, বয়সের ছাপ প্রতিরোধে কফি ব্যবহৃত হয়। এ ছাড়া কফি ত্বকে নতুন কোষ সৃষ্টি করে। তাই অনেকে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য কফি ব্যবহার করেন। আপনার ফেসপ্যাকে কফি যুক্ত করতে পারেন উপকারিতা পেতে।
৩. চোখ ফুলে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। কিন্তু সাধারণভাবে এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গরম জলে কফি মিশিয়ে তুলা বা পরিষ্কার কাপড় দিয়ে চোখের ওপর সেঁক দিলে ফোলা ভাব কিছুটা কমে আসবে।
৪. দেহে ত্বকের মৃত কোষ দূর করতে কফি গুঁড়া, চিনি এবং কিছুটা লেবুর রস মিশিয়ে মিশ্রণটি ত্বকে মালিশ করতে পারেন। ত্বকে কফি ব্যবহার উপকারী। তবে ব্যক্তিভেদে অ্যালার্জি থাকতে পারে। তাই ব্যবহারের আগে পরীক্ষা করে নেওয়া ভালো।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫