|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৪ ০৫:৩৪ অপরাহ্ণ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: একজন নিহত, অনেকে আহত


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: একজন নিহত, অনেকে আহত


ঢাকা প্রেস
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

 

মাদারীপুরের শিবচরে তিনটি যানবাহনের সংঘর্ষে চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সূর্যনগর এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এরপর আরেকটি বাস এসে প্রথম দুটি যানবাহনকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ইমদাদ হোসেন মারা যান। ইমদাদ হোসেনের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলায়। এছাড়াও উভয় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

 

প্রাথমিক তদন্তে জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের চালক এবং আরো একজন চালক পাশের দোকানে চা খাচ্ছিলেন। এই সময় পেছন থেকে আসা একটি বাস ওভারটেক করার চেষ্টা করলে পিছন থেকে আরেকটি বাস এসে ধাক্কা দেয়। ফলে দুর্ঘটনাটি ঘটে।

 

শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এখন সড়ক স্বাভাবিক অবস্থায় রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫