|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মে ২০২৪ ০২:৪৬ অপরাহ্ণ

জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা মারা গেছেন


জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা মারা গেছেন


ঢাকা প্রেসঃ
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম আর নেই। বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিসিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিমির বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, "আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর উত্তরা ১৪ নম্বর সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।"

সৈয়দ ফজলুল করিম পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মিমির মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।

শোক: মিমির পরিবারের পাশাপাশি চলচ্চিত্রাঙ্গনের অনেকেই মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আফসানা মিমি জানিয়েছেন, তার বাবার জানাজা শেষে তাকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায় নানাবাড়িতে দাফন করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫