ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪ কর্তৃক মাদকসহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকা হতে ১৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ, ০১ নারী মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ।
সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ২৩ এপ্রিল ২০২৫ খ্রি.তারিখ রাত অনুমান ২৩:১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মুক্তাগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড এর পাড়াটঙ্গি সাকিনস্থ মসজিদ মোড়ে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোছাঃ জোছনা আক্তার (২৫) কে ১৬৪ (একশত চৌষট্টি) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট`সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত নেশা জাতীয় মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১৬,৪০০/-(ষোল হাজার চারশত ) টাকা।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫