‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলোরও অঙ্গীকার গুরুত্বপূর্ণ’
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের (ইসি) নয়, রাজনৈতিক দলগুলোরও জাতির কাছে অঙ্গীকার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ আয়োজন করছে ইসি। এর অংশ হিসেবে আজ বিএনপি এবং জামায়াতসহ মোট ১৩টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
দিনের প্রথম পর্বে সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠকে বসে ইসি।
অপরদিকে, দুপুর ২টা থেকে দ্বিতীয় দফার সংলাপে অংশ নেবে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। এর আগে গত দুই দিনে মোট ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
সংলাপে অংশ নেওয়া নেতারা সুষ্ঠু ভোট আয়োজনের স্বার্থে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে ইসিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি, সকল দলের জন্য সমান সুযোগ তৈরিতে (লেভেল প্লেইং ফিল্ড) কমিশনকে পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করেন তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫