|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ০৭:৪৭ অপরাহ্ণ

বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত তারিখ ঘোষণা


বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত তারিখ ঘোষণা


ঢাকা প্রেস নিউজ
 

২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। তুরাগ নদীর তীরে, ঢাকার নিকটবর্তী গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বটি মাওলানা জুবায়েরপন্থিদের নেতৃত্বে এবং দ্বিতীয় পর্বটি মাওলানা সাদপন্থিদের অধীনে অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম পর্ব ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ব ইজতেমা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বহির্বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের আয়োজনকে আরও সুষ্ঠু ও মহিমান্বিত করতে হবে।

এছাড়া, প্রথম পর্বের আয়োজকরা ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে ইজতেমার মাঠ ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটিকে হস্তান্তর করবেন। দ্বিতীয় পর্বের আয়োজকরা ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাঠটি গ্রহণ করবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে মাঠ হস্তান্তর করবেন। মাঠ প্রস্তুতি, আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৮ সালে তাবলিগ জামাতের ভেতরে মতভেদ সৃষ্টি হলে দুই পক্ষ আলাদা পর্বে ইজতেমা আয়োজন করতে শুরু করে। একটি পক্ষের নেতৃত্বে আছেন মাওলানা সাদের অনুসারীরা, আর অন্য পক্ষের নেতৃত্বে আছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫