|
প্রিন্টের সময়কালঃ ২৫ এপ্রিল ২০২৫ ০১:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জানুয়ারি ২০২৫ ০৮:০৮ অপরাহ্ণ

রামু স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার


রামু স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রামু বাইপাস সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে থেকে ছাত্রজনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
 

তপন মল্লিক বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সংসদ সদস্য এবং সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল গ্রামের বাসিন্দা।
 

এ বিষয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, "স্থানীয়রা রামু বাইপাস এলাকা থেকে তপন মল্লিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি রামু থানা পুলিশের হেফাজতে রয়েছেন।"
 

উল্লেখ্য, ২০১৮ সালে রামুতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, যার এজাহারভুক্ত আসামি তপন মল্লিক।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫