|
প্রিন্টের সময়কালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪১ অপরাহ্ণ

বন্দর থানা যুবলীগের ৭সদস্য কে আটক: সরকার বিরোধী গোপন ঝটিকা মিছিল....!


বন্দর থানা যুবলীগের ৭সদস্য কে আটক: সরকার বিরোধী গোপন ঝটিকা মিছিল....!


ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় আওয়ামী যুবলীগের মিছিল থেকে ছাত্রলীগ-যুবলীগ ও অঙ্গসংগঠনের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
 

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টায় পোর্ট কানেক্টিং রোড়ের বড়পুল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হল- মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)।
 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন।
 

তিনি জানান, গত সোমবার রাতে মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মশাল, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে বড়পুল মোড়ের দক্ষিণ পার্শ্ব থেকে পোর্ট কানেক্টিং রোড দিয়ে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল বের করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 
তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫