নিষিদ্ধ হিযবুত তাহরীরের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

কুবি সংবাদদাতা:-
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও থিয়েটার কুবির সাধারণ সম্পাদক হান্নান রহিমকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
তার বন্ধুরা জানান, গত ২৪ ঘণ্টায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির মেস থেকে তাকে তুলে নেওয়া হয়। পরে কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
হিযবুত তাহরীরের বিরুদ্ধে অবস্থান নিয়ে হান্নান ফেসবুকে লিখেছিলেন, "হিযবুত তাহরীর লীগ, হিযবুত তাহরীরকে প্রতিহত করুন। কারও জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগিতা করুন।"
কুমিল্লা কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, "ভুল অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ তাকে তুলে নেয়। পরে আমাদের কাছে হস্তান্তর করা হলে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করি।"
এ বিষয়ে র্যাব-১১ কর্তৃপক্ষ জানিয়েছে, "হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। আমাদের কাছে ১০-১২ জনের একটি তালিকা রয়েছে, যাদের শিগগিরই আটক করা হবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫