|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০১:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৩ ০২:০০ অপরাহ্ণ

লিওনেল মেসিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করল মিয়ামি


লিওনেল মেসিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করল মিয়ামি


লিওনেল মেসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারার একদিন পরই তাকে বরণ করে নিয়েছে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে। 

নতুন ঠিকানায় গিয়ে মেসি পেয়েছেন সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা। ফ্লোরিডার ডিআরবি পিএনকে স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠানে পুরো পরিবার নিয়েই উপস্থিত হয়েছিলেন মেসি।


তবে এই মহাতারকাকে দেখতে ভক্ত-সমর্থকদের অপেক্ষা বাড়িয়েছে বাজে আবহাওয়া। ঝড়বৃষ্টি, বজ্রপাত হওয়ায় অনুষ্ঠান শুরু হয় দেরীতে। কয়েক ঘণ্টা পর আতশবাজিতে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ও সহস্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে।


নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত মেসি, ‘অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমাকে এভাবে স্বাগত জানানোর জন্য মিয়ামির সবাইকে ধন্যবাদ। যেদিন থেকে এখানে এসেছি, সেদিন থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি।

হোসে, হোর্হে এবং ডেভিডকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এখানে সবকিছু নিজের করে নিতে পেরেছি।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫