মোংলায় গৃহবধূর মৃত্যু: হত্যা না আত্মহত্যা?

ঢাকা প্রেস
বাগেরহাট প্রতিনিধি:-
বাগেরহাটের মোংলায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বামী পলাতক রয়েছেন।
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মাদরাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে আনিকা বেগম (২৩) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনিকা খুলনার দৌলতপুরের বাসিন্দা এবং তার স্বামী তুফান শেখ। স্থানীয়রা জানান, দম্পতিটি দীর্ঘদিন ধরে এই বাসায় ভাড়া থাকতেন।
মেয়ের মামার কাছে তুফান শেখ দাবি করেছেন আনিকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু ঘটনাস্থলে দরজা বাইরে থেকে শেকল দিয়ে আটকানো অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে। আনিকার মা অভিযোগ করেছেন, তার জামাই তুফান তাদের সংসারে প্রায়ই ঝগড়া করত এবং কয়েকদিন আগে আনিকাকে মারধর করেছিল। তিনি মনে করেন, তুফানই তার মেয়েকে হত্যা করেছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ণয় করা হবে। তিনি আরও জানান, তুফান শেখ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫