|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মে ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ

সাবেক প্রেমিকেরা ভালো ছিলেন: প্রিয়াঙ্কা চোপড়া


সাবেক প্রেমিকেরা ভালো ছিলেন: প্রিয়াঙ্কা চোপড়া


নেকের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করেছেন হলিউড অভিনেতা নিক জোনাসকে। তাঁদের সংসারে একটি মেয়েও আছে। স্বামী, সন্তান নিয়ে ভালো সময়ই পার করছেন প্রিয়াঙ্কা। আর এরই মধ্যে সাবেক প্রেমিকদের নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা। তিনি জানান, তাঁর সাবেক প্রেমিকেরা সবাই ভালোই ছিলেন।

তাঁরা যদি এত ভালোই হন, তাহলে তাঁদের সঙ্গে প্রিয়াঙ্কার সংসার হলো না কেন? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। 


তাঁর সাবেক প্রেমিকদের তালিকায় রয়েছে শহীদ কাপুর, হারমান বেওয়াজা এমনকি শাহরুখ খানের নাম! 

তাঁদের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও প্রিয়াঙ্কা কখনো তা স্বীকার করেননি।

প্রেমিকদের নাম উল্লেখ না করলেও একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘একটা সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়ে আমার নির্দিষ্ট একটা ধারণা ছিল। ধারণাটা আমি আমার জীবনে আসা প্রেমিকদের মধ্যে খুঁজে ফিরেছি। কিছু সম্পর্ক হয়তো খারাপভাবে শেষ হয়েছে, কিন্তু যাঁদের পেয়েছি, তাঁরা সবাই ভালো ছিলেন।’ তিনি আরও বলেন, ‘আমি এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে ছুটে বেড়িয়েছি। যাঁদের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছি, তার আগে নিজেকে সময় দিইনি।’


প্রিয়াঙ্কা জানান, সর্বশেষ তিনি সম্পর্কে জড়ান নিক জোনাসের সঙ্গে। অন্যান্য সম্পর্কের আগে নিজেকে সময় না দিলেও নিকের সঙ্গে প্রেম করার আগে দুই বছর একা ছিলেন। এ সময় তিনি নিজেকে সময় দিয়েছেন, ভেবেছেন। 

আগের সম্পর্কগুলোয় তিনি কী কী ভুল করেছেন, তা খুঁজেছেন। সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক হয়েছেন। এরপরই অনেক ভেবেচিন্তে নিকের সঙ্গে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫