|
প্রিন্টের সময়কালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩৯ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় মসজিদের সিড়িঁতে ব্যবসায়ীকে গুলি


নাটোরের সিংড়ায় মসজিদের সিড়িঁতে ব্যবসায়ীকে গুলি


ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদের সিড়িঁতে ওঠার সময়  এক চাল ব্যবসায়ীকে পিছন থেকে গুলি করেছে সন্ত্রাসীরা।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার ১০নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামের মসজিদের সিঁড়িতে  এই ঘটনা ঘটে।

 

আহত নাম ওসমান গনি বাবু পিতা মৃত আব্দুল প্রামানিক বাড়ি উপজেলা চৌগ্রাম ইউনিয়নের পারুহারপাড়া গ্রাম।
 

স্হানীয়রা জানায়, ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য ওসমান গনি বাবু সে তার নিজ বাড়ি থেকে বেড় হয়ে মসজিদের উদ্দেশ্য বেড় হয়ে মসজিদের সিড়িঁতে ওঠার সময় পিছন থেকে কে বা কাহারা গুলি করলে তার মাজার পিছনে বাম পাশে গুলি লাগে। খবর পেয়ে তার আত্মীয়স্বজন চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


আহত অবস্থায় ওসমান গনি বাবু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন,আহত ওসমান গনি বাবুর পরিবারের সদস্যরাদের কাছে জানতে পারি প্রতিদিনের মতো আজ ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদে যান গনি বাবু মসজিদের সিঁড়িতে উঠার সময় পেছন থেকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় একটি গুলি তার কোমরের নিচে গিয়ে লাগে। পরে মসজিদের অন্য মুসুল্লিদের চিৎকারে ওসমান গনি বাবুর আত্মীয়-স্বজনরা এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহত ওসমান গনি বাবু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 

তিনি আরও বলেন, ওসমান গনিকে কে বা কারা কী কারণে গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত কাজ শুরু করেছে পুলিশ দোষীদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।       


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫