|
প্রিন্টের সময়কালঃ ০৮ নভেম্বর ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ নভেম্বর ২০২৫ ০৬:২২ অপরাহ্ণ

সুন্দরবনে নৌকাডুবি: নিখোঁজ মার্কিন প্রবাসী সাবেক নারী পাইলট রিয়ানা


সুন্দরবনে নৌকাডুবি: নিখোঁজ মার্কিন প্রবাসী সাবেক নারী পাইলট রিয়ানা


সুন্দরবনের পাশের পশুর নদীতে পর্যটকবাহী নৌকা ডুবে রিয়ানা আবজাল (২৮) নামে এক মার্কিন প্রবাসী নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোংলার ঢাংমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রিয়ানার সন্ধানে বন বিভাগ ও স্থানীয় লোকজন তল্লাশি অভিযান চালাচ্ছেন।
 

সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, রিয়ানা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট। পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরিবারের সঙ্গে ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভেলি’-তে রাত যাপনের পর শনিবার সকালে তারা করমজল পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য একটি নৌকায় রওনা হন।
 

নৌকাটিতে মোট ১৩ জন যাত্রী ছিলেন। ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে পৌঁছালে একটি বড় জাহাজের সৃষ্ট ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এতে সবাই নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা হলেও রিয়ানাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
 

রিয়ানার বাবা, বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন,
“আমরা ঢাকার উত্তরায় থাকি, গ্রামের বাড়ি বরিশালে। পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে এসেছিলাম। জাহাজের ঢেউয়ে ছোট্ট নৌকাটি উল্টে যায়। আমরা সবাই পানিতে পড়ে যাই, কিন্তু ১২ জন উঠতে পারলেও রিয়ানাকে আর খুঁজে পাইনি।”

 

ঘটনাস্থলে এখনো তল্লাশি চলছে, তবে শেষ খবর পর্যন্ত রিয়ানার কোনো সন্ধান মেলেনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫