|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

দেওয়ান হাবিব আর নেই: চলচ্চিত্র সাংবাদিকতার এক মহান ব্যক্তিত্ব হারালো বাংলাদেশ


দেওয়ান হাবিব আর নেই: চলচ্চিত্র সাংবাদিকতার এক মহান ব্যক্তিত্ব হারালো বাংলাদেশ


ঢাকা প্রেস (বার্তা কক্ষ):-


দেওয়ান হাবিব আর নেই: চলচ্চিত্র সাংবাদিকতার এক অলঙ্করণ বিদায়

সাপ্তাহিক বিনোদন বিচিত্রার সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য দেওয়ান হাবিবুর রহমান হাবিব আর নেই। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘদিনের ক্যানসার রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 

দেওয়ান হাবিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ। তিনি জানান, বৃহস্পতিবার হাবিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত তিনি জীবনের সঙ্গে হেরে গেলেন।
 

মরহুমের নামাজে জানাজা শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজধানীর সোবহানবাগ মসজিদে অনুষ্ঠিত হবে।
 

দেওয়ান হাবিব ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার একজন প্রবীণ এবং সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর অবদান চলচ্চিত্র জগতে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫