|
প্রিন্টের সময়কালঃ ২৯ জুলাই ২০২৫ ০২:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ

স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা


স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সুলভ, মানসম্মত ও টেকসই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
 

রোববার (২৭ জুলাই) ‘বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
 

প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এবারের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস: লেটস ব্রেক ইট ডাউন’ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। হেপাটাইটিস নির্মূলে এই বার্তা জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”
 

ড. ইউনূস বলেন, “লিভার রোগ সম্পর্কে সচেতনতার অভাব, সঠিক সময়ে চিকিৎসা না নেওয়া এবং নানা কুসংস্কারের কারণে বাংলাদেশে হেপাটাইটিসসহ লিভারজনিত রোগ ভয়াবহ রূপ নিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, দেশের প্রায় ৪.৪ শতাংশ মানুষ হেপাটাইটিস-বি এবং ০.৬ শতাংশ হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত। প্রতিবছর বহু মানুষ লিভার সিরোসিস, লিভার ক্যান্সার ও লিভার ফেইলিওরের মতো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে এসব রোগ প্রতিরোধযোগ্য এবং সুস্থ জীবন সম্ভব।”
 

তিনি জানান, সরকার দেশের হাসপাতালসমূহের মানোন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য, পরিবারকল্যাণ ও পুষ্টি সেবা জোরদারে নানা পদক্ষেপ নিয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে চিকিৎসা সেবা সম্প্রসারণ করা হয়েছে।
 

প্রধান উপদেষ্টা বলেন, “২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা, গণমাধ্যম, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজসহ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
 

হেপাটাইটিসকে ‘নীরব ঘাতক’ উল্লেখ করে তিনি সকলকে এর প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান এবং দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫