নাটোরে বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে

ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল শেখকে তার পদ এবং দলীয় সকল স্তরের সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার একটি বিবৃতি প্রকাশ করেছে নাটোর জেলা বিএনপি। বিবৃতিতে স্বাক্ষর করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব মো. রহিম নেওয়াজ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে শহিদুল ইসলাম বাচ্চু জানান, দলীয় সিনিয়র নেতাদের নিয়ে অশালীন বক্তব্য ও আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মো. শহিদুল শেখকে গত ১৪ নভেম্বর শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, তিন দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক ছিল না। এ কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাংগঠনিক পদ এবং দলীয় সব সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপিতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫