ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা পুলিশের ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক মাস্টার প্যারেড আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। পরিদর্শন শেষে তিনি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সকল অফিসার ও ফোর্সের জন্য করণীয়–বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার।
এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫