আজ বিজয়ী এমপিদের গেজেট হতে পারে , শপথগ্রহণ বৃহস্পতিবার

ইসি সূত্র জানায়, মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে নতুন সংসদ সদস্যদের।
নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে রাষ্ট্রপতির স্বাক্ষর সম্বলিত বিজয়ী এমপিদের তালিকা আজ গেজেট আকারে প্রকাশ করা হতে পারে।”
তিনি বলেন, “গেজেট প্রকাশের পর বিজয়ী এমপিরা বৃহস্পতিবার বিকেল ৩টায় শপথগ্রহণ করবেন।”
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান বিচারপতির নেতৃত্বে অন্যান্য বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, নির্বাচন কমিশনার, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।
তবে, এখনও পর্যন্ত গেজেট প্রকাশের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫