|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ

পঞ্চগড়ে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ


পঞ্চগড়ে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ


ঢাকা প্রেস,পঞ্চগড় প্রতিনিধি:-

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদলের একটি কর্মীসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে মানিকপীর মাদরাসা মাঠে অনুষ্ঠিত এই কর্মীসভায় অংশগ্রহণকারীদের লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
 

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চারটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। বোদা থানার ওসি আজিমউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেংহারি ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছিল। কর্মীসভায় বোদা উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, বেংহারি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫