|
প্রিন্টের সময়কালঃ ০৯ মে ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৩ ০৭:০৪ অপরাহ্ণ

পাহাড় ধসে মহালছড়ি উপজেলার সঙ্গে গুইমারার সড়কে যানবাহন চলাচল বন্ধ


পাহাড় ধসে মহালছড়ি উপজেলার সঙ্গে গুইমারার সড়কে যানবাহন চলাচল বন্ধ


খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে মহালছড়ি উপজেলার সঙ্গে গুইমারার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকালে পাহাড়টি ধসে পড়ে বলে জানা গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই সড়ক দিয়ে যাত্রীবাহী বড় বাস চলাচল না করলেও সিএনজিচালিত থ্রি-হুইলার ও মালামাল পরিবহনের ছোট ট্রাক নিয়মিত চলাচল করে। এই সড়কটি খাগড়াছড়িতে ভ্রমণে আসা পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়।


এদিকে সড়ক থেকে মাটি অপসারণের জন্য স্থানীয় সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে এসেছেন। এ ছাড়া গুইমারা উপজেলা পরিষদ ও সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকেও মাটি সরাতে শ্রমিকরা কাজ করছেন।

গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা জানান, ধসে পড়া মাটি সরিয়ে যানবাহন চলাচল চালু করতে আরো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫