দাবি পূরণের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা
ঢাকা প্রেস নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে হাসপাতালে ফিরে যান জুলাই অভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসাসহ সাত দফা দাবিতে রোববার দিনভর রাজধানীর শ্যামলী ও শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে রাতের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হন তারা এবং তাদের স্বজনরা।
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার রাত থেকেই রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন আহতরা ও তাদের পরিবারের সদস্যরা।
রোববার দুপুরে দুর্যোগ মন্ত্রণালয়ে বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের বিষয়ে সরকার সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছে।
বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে কথা বলেন সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, আহতদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা সমাধানের চেষ্টা চলছে।
তবে সরকারের এসব আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি আন্দোলনকারীরা। শাহবাগে অবস্থান নেওয়া আহতরা রাত পৌনে বারোটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হন। তাদের উপস্থিতির পরপরই প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন। তবে আহতরা জানিয়ে দেন, তারা তাদের দাবিতে অনড়।
শেষ পর্যন্ত আন্দোলনকারীদের আশ্বস্ত করে হাসনাত আব্দুল্লাহ জানান, আহতদের দাবিসমূহ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি। তার আশ্বাসের পর রাত পৌনে দুইটার দিকে আন্দোলনকারীরা যমুনার সামনে থেকে সরে যান। তবে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫