|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৪:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জুন ২০২৪ ০১:৩০ অপরাহ্ণ

শনিবার রাতে গুলিতে সহকর্মীকে হত্যা, আটক কনস্টেবল কাউসার


শনিবার রাতে গুলিতে সহকর্মীকে হত্যা, আটক কনস্টেবল কাউসার


ঢাকা প্রেসঃ

গত শনিবার (৮ জুন) রাত ১২টার দিকে রাজধানীর গুলশানে দূতাবাস পাড়ায় এক চাঞ্চল্যকর ঘটনায় এক পুলিশ কনস্টেবল তার সহকর্মীকে গুলি করে হত্যা করে।

 

নিহত কনস্টেবলের নাম মনিরুল ইসলাম। তাকে গুলি করে হত্যা করে তারই সহকর্মী কনস্টেবল কাউসার আলী। ঘটনার পর কাউসারকে আটক করে নিয়েছে সেখানকার নিরাপত্তারক্ষীরা। বর্তমানে তাকে গুলশান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় মনিরুল ইসলাম ও কাউসার আলী দুজনেই ফিলিস্তিনি দূতাবাসের সামনে ডিউটিতে ছিলেন। হঠাৎ করে কাউসার আলী তার সার্ভিস রিভলবার দিয়ে মনিরুল ইসলামকে গুলি করে।

গুলির শব্দ শুনে দূতাবাসের নিরাপত্তারক্ষীরা বাইরে এসে দেখেন মনিরুল রাস্তায় পড়ে আছেন। এরপর তারা কাউসারকে আটক করে।

 

আটকের পর কাউসার নিরাপত্তারক্ষীদের কাছে বলে যে, মনিরুল ইসলাম নাটক করছে। তবে, পুলিশের ধারণা, ঘটনার সময় মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন কাউসার। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত করছে।

 

এ ঘটনার পর বারিধারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে ডিবি, সোয়াটসহ পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫