কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আবারও মাঠে নেমেছেন পদবঞ্চিতরা।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে শহরের এনএস রোডে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন তারা।
এদিনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের শতশত কর্মী।
মানববন্ধন ও সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি শেষে পাবলিক লাইব্রেরী মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা অবিলম্বে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এ সময় শহরের বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়। এর আগেও পদবঞ্চিতরা একই দাবিতে কর্মসূচি পালন করেছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫