ভারতের ভিসা পেল অবশেষে পাকিস্তান

বিশ্বকাপে অংশগ্রহণকারী একটি দল ছাড়া অন্যদের ভিসা হয়ে গিয়েছিল। সেই দলটি ছিল পাকিস্তান। দলটির সদস্যদের পাসপোর্ট আটকে ছিল ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে। যদিও আগামীকাল বাবর আজমের দলের দুবাই হয়ে ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেওয়ার কথা।
এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে বৈশ্বিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বরাবর অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য সেই নালিশের নিষ্পত্তিও হয়ে গেছে গতকাল রাতে, ভিসা মিলেছে পাকিস্তান দলের। ইসলামাবাদের ভারতীয় দুতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে বলা হয়েছে বলেও নিশ্চিত করেছে পিসিবি। তাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামীকাল দুবাইয়ে হয়ে পরদিন হয়তো ভারতের হায়দরাবাদে পৌঁছাবে ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলটি।
দুই প্রতিবেশী দেশের শত্রুতা নতুন কিছু নয়। তবে এই রাজনৈতিক বৈরিতায় আক্রান্ত খেলার মাঠও। গত সাফ ফুটবলে একেবারে শেষ মূহূর্তে পাকিস্তান দলকে ভিসা দিয়েছিল ভারত। পাকিস্তানের বিশ্বকাপ দলেরও পরিণতি একই হয় কিনা, তা নিয়ে উদ্বেগ ছিল দেশটির ক্রিকেটাঙ্গনে।
সেই উদ্বেগ কাটলেও ‘টিম বন্ডিং’য়ের জন্য দুই দিন দুবাই থাকার পরিকল্পনা বাদ দিতে হয়েছে পাকিস্তানকে। ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে গা গরমের ম্যাচ আছে বাবর আজমদের। ভিসা পাওয়ায় আগামীকাল বিশ্বকাপ খেলতে দেশ ছাড়তে পারে পাকিস্তান। তবে গতকাল অফিস সময় শেষেও ভিসা না পাওয়ায় ঝুঁকির মুখে ছিল তাদের নতুন সফর পরিকল্পনাও। দুবাইয়ে ‘টিম বন্ডিং’ না হলেও প্রথম গা গরমের ম্যাচের আগে ভারতে পৌঁছাতে পারছেন বাবররা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫