|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ণ

সীমান্তে উত্তেজনা: সংঘর্ষে আহত বিএসএফ সদস্য ও বাংলাদেশি ব্যবসায়ী


সীমান্তে উত্তেজনা: সংঘর্ষে আহত বিএসএফ সদস্য ও বাংলাদেশি ব্যবসায়ী


অনলাইন ডেস্ক:-

 

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মল্লিকপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশি গরু পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বিএসএফ সদস্য ও এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।
 

আহতদের বর্তমানে চিকিৎসা চলছে পশ্চিমবঙ্গের গঙ্গারামপুর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিএসএফ বা স্থানীয় প্রশাসন।
 

সংঘর্ষের বিবরণ.....

বুধবার ভোররাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বিএসএফ সূত্রে জানা গেছে, পাঁচজন সশস্ত্র বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে গরু পাচারের উদ্দেশ্যে। ডিউটিতে থাকা বিএসএফ সদস্য ওরফেজ কুমার (২৭) তাদের বাধা দিতে গেলে পাচারকারীরা অতর্কিত হামলা চালায় এবং তার রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
 

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বিএসএফ সদস্য। আত্মরক্ষার্থে তিনি গুলি ছুড়লে মুহাম্মদ আলাউদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। আহত আলাউদ্দিনের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায়। সংঘর্ষের পর বাকি পাচারকারীরা পালিয়ে যায়।
 

উত্তেজনা ও তদন্ত......

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সীমান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অন্যদিকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
 

সম্প্রতি মল্লিকপুর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে, যা দুই দেশের সীমান্ত নজরদারির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তবে পাচারকারীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকেই হিমশিম খেতে হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫