ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ, দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হচ্ছে আজ (সোমবার)। প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাস ও আবাসিক হলে রাত ১১টা পর্যন্ত ব্যক্তি বা সাংগঠনিকভাবে প্রচার চালাতে পারবেন। তবে প্রচারণার সময় কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম পরিচালনা করা যাবে না। এছাড়া মজলিস-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালানোও সম্পূর্ণ নিষিদ্ধ। এসব কার্যক্রমকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং ‘নির্বাচন আচরণ বিধিমালা’ ধারা-১৭ অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
ছাত্রী হলগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণার সুযোগ পাবেন বলে কমিশন জানিয়েছে।
দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজন শিক্ষার্থীর প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হয়েছে। তারা হলেন অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মো. জুলিয়াস সিজার তালুকদার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী।
বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনাল কমিটির সভায় এই সুপারিশ করা হয়। বিষয়টি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সিন্ডিকেটে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫