আইনজীবী আলিফ হত্যা: সুপ্রিম কোর্ট ও সব বারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

ঢাকা প্রেস নিউজ
চট্টগ্রাম আদালতে ত্রিমুখী সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সুপ্রিম কোর্টসহ সারাদেশের সব আইনজীবী সমিতিতে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন আইনজীবী সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট বারের সামনে দুপুর ১টায় প্রধান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ফোরামের সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান জানান, সুপ্রিম কোর্টের পাশাপাশি দেশের সব আইনজীবী সমিতিতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এদিকে, জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইংও একই সময়ে সুপ্রিম কোর্ট বারের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে। সংগঠনের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সাকিল আহমাদ এ তথ্য জানিয়েছেন।
নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) ছিলেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন এবং পরবর্তীতে হাইকোর্টে আইনজীবী হিসেবে নিবন্ধন পান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের সময় তাকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, বিক্ষোভকারীরা তাকে চেম্বারের নিচ থেকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে।
এই ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী মহলে চরম উত্তেজনা বিরাজ করছে। সকল পক্ষ দ্রুত বিচার এবং নিরাপত্তার দাবি জানাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫