|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ আগu ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

মুরাদনগরে গণধোলাইয়ে এক চোর নিহত


মুরাদনগরে গণধোলাইয়ে এক চোর নিহত


ঢাকা প্রস

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গণধোলাইয়ে ফারুক নামে এক চোর নিহত হয়েছে।
কুমিল্লার  উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে।


গণধোলাইয়ে নিহত ফারুক (৩৫) উপজেলার মির্জাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
জানা যায়, রবিবার সকালে মির্জাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে শরীফ মিয়ার বাড়িতে চুরি করতে যায় ফারুক। এ সময় বাড়ির মালিক চুরকে দেখে ফেললে চোর চোর করে চিৎকার করলে স্থানয়িরা চোরকে আটক করলে উৎসুক জনতার গণধোলাই দেয়। এতে ফারুক অসুস্থ হয়ে পরলে স্থানীয় লোকজন তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।


এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরণ করা হয়েছে। ভিক্টিমের পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫