|
প্রিন্টের সময়কালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৩ অপরাহ্ণ

সাতরাস্তায় ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট


সাতরাস্তায় ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর সাতরাস্তা মোড়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল বুধবার সড়ক অবরোধ করেছেন। আন্দোলনের ফলে মহাখালী, বনানী, মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকাসহ আশপাশের বহু সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
 

প্রত্যক্ষদর্শীরা বলেন, শিক্ষার্থীরা সকালেই ক্যাম্পাসে জমায়েত হয়ে মিছিল বের করেন এবং প্রায় সওয়া ১১টার দিকে সাতরাস্তা মোড়ে এসে সড়ক অবরোধ করেন। অবরোধ শেষে অনেক যাত্রী গাড়ি থেকে নামতে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখেন।
 

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান সমকালকে জানান, “সকাল ১১টার পর শিক্ষার্থীরা সাতরাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেছে। এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।” তিনি আরও জানান, অবরোধের কারণে উত্তরা–মগবাজার রুটে ইনকামিং ও আউটকামিং যান চলাচল বন্ধ রয়েছে এবং সড়ক ছেড়ে দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
 

শিক্ষার্থীরা যে দাবিগুলো উত্থাপন করেছে, তা হলো—

  • প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের উপর প্রকাশ্যে গুলি ও গলা কেটে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

  • বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।

  • কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী এগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।

  • ইঞ্জিনিয়ারিং বিভাগে ওয়ান-চ্যানেল এডুকেশন কার্যক্রম চালু করা।
     

অবরোধের সময় ও‍ কেন্দ্রগুলোর চলমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের আলাপ-আলোচনার কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত জানানো হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫