নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান:

ঢাকা প্রেস
নেত্রকোণা প্রতিনিধি:-
নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা।
নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে রোববার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে অভিযান শুরু করেছে পুলিশের এন্টি-টেররিজম ইউনিট (ATU)। এটিইউ, বম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, সাইবার টিমসহ বেশ কয়েকটি বিশেষ টিম এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে অংশ নিচ্ছেন। তল্লাশি চলছে এবং এরপর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ।
শনিবার (৮ জুন) বেলা ১টায় জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখা হয়। পরে, বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, প্রচুর খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, এক বস্তা জিহাদি বইসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ছিল বাড়িতে বোমা জাতীয় বিস্ফোরক দ্রব্য থাকতে পারে।
এটিইউ পুলিশ সুপার সানোয়ার হোসেন জানিয়েছেন, তাদের টিম ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তল্লাশি শেষে বিস্তারিত জানানো হবে। প্রাথমিক অভিযানে বিস্ফোরক থাকার আলামত পাওয়া গেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫