|
প্রিন্টের সময়কালঃ ২৮ জুলাই ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জুলাই ২০২৫ ০৭:৫৯ অপরাহ্ণ

নাচোলে তারুণ্যের উৎসবে বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা


নাচোলে তারুণ্যের উৎসবে বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সেচের পানির অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাসের মাধ্যমে ও এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয়ে উদ্বুদ্ধকরণ “প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) নাচোল বিএমডিএ’র প্রশিক্ষণ কক্ষে “তারুণ্যের উৎসব” পালন উপলক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় হতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান ও মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ, নাচোল জোনের সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম।

কর্মশালায় নাচোল উপজেলার তরুণ কৃষক কৃষাণী যাদের সহিত কৃষি ও মাটির সংযোগ রয়েছে তারা অংশগ্রহণ করেছিলেন। প্রশিক্ষকবৃন্দ পানি সংকট এলাকা নাচোলের পানির সমস্যা দূরীকরনে বিভিন্ন পানি সাশ্রয়ী পদ্ধতিতে চাষাবাদের বিষয়ে কথা বলেন। তাছাড়া বিএমডিএ’র চলমান প্রকল্পসহ আগামী কৃষির রুপকল্প বর্ণনা করেন। এছাড়া প্রশিক্ষণে তথ্য অধিকার বিষয়ে আলোচনা করা হয়। 

শেষে তরুণ কৃষক-কৃষাণীর মধ্যে এডব্লিউডি পাইপ ও ফলদ গাছ বিতরণ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫