|
প্রিন্টের সময়কালঃ ২০ অক্টোবর ২০২৫ ০২:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৪ ০১:২২ অপরাহ্ণ

সামুদ্রিক ঝড় টাইফুন গায়েমির প্রভাবে ভারি বৃষ্টি চীনে


সামুদ্রিক ঝড় টাইফুন গায়েমির প্রভাবে ভারি বৃষ্টি চীনে


সামুদ্রিক ঝড় টাইফুন গায়েমির প্রভাবে ভারি বৃষ্টি শুরু হওয়ায় স্থানীয় সময় গতকাল শনিবার সকাল পর্যন্ত চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের ২৭ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ বিভাগ জানিয়েছে, গায়েমি এই বছরের তৃতীয় টাইফুন।

 

এর প্রভাবে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতের কারণে প্রদেশের ৪০টি জলাধারের পানির স্তর বেড়েছে। প্রাদেশিক আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, লিয়াওনিংয়ের বেশির ভাগ এলাকায় আজ রবিবার ভোর থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত মুষলধারে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সম্ভাব্য বন্যার প্রস্তুতি এবং দুর্যোগের ঝুঁকি কমানোর জন্য প্রদেশে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন্যার ঝুঁকি এড়াতে প্রদেশজুড়ে শত শত রাসায়নিক ও খনি কম্পানি তাদের কার্যক্রম স্থগিত করেছে। ওই শিল্পাঞ্চলের হাজার হাজার কর্মী ও বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫