শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে ডাকসুর আনন্দ মিছিল
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আনন্দ মিছিল বের করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার, দুপুর সোয়া তিনটার দিকে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এর আগে দুপুরে রায়ের কার্যক্রম বড় পর্দায় টিএসসিতে সরাসরি সম্প্রচার করা হয়।
মিছিলের সামনে সারিতে ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। এছাড়া হল সংসদের নেতাকর্মী ও অন্যান্য শিক্ষার্থীরাও মিছিলে অংশ নেন।
শিক্ষার্থীরা মিছিলে নানা স্লোগান দেন, যেমন—‘এই মাত্র খবর এলো, খুনি হাসিনার ফাঁসি হলো’।
জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আজ দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫