|
প্রিন্টের সময়কালঃ ০৬ মে ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৩ ০৩:৩৪ অপরাহ্ণ

হোয়াইটওয়াশ এড়াতে আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ


হোয়াইটওয়াশ এড়াতে আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ


ফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আজ তৃতীয় ওয়ানডেতে টাইগাররা মাঠে নামবে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে। মান বাঁচানোর ম্যাচে টস হেরে বোলিংয়ে নামবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ২টায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী।

আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই হতাশজনকভাবে হারতে হয়েছে বাংলাদেশকে। দুই ম্যাচেই আফগান বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। রশিদ-মুজিবদের নিয়ে গড়া বিশ্বমানের বোলিং লাইনআপের বিপক্ষে কোন প্রকার প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ।


আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতেই খেলতে নামবে বাংলাদেশ। গত আট বছরে ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরেছিলো একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে। এবার সেই বাংলাদেশকে সিরিজ হারলো আফগানদের কাছেও। সিরিজ হারলেও এখন ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বাংলাদেশ দল একাদশে এনেছে তিন পরিবর্তন। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত হোসেন। আজ শেষ ওয়ানডেতে একাদশে নেই হাসান মাহমুদ আর মুস্তাফিজুর রহমানও। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম আর তাইজুল ইসলাম। 


অন্যদিকে, সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় আজ অনেকটা নির্ভার হয়েই মাঠে নামবে আফগানিস্তান। তৃতীয় ওয়ানডের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা স্পিনার রশিদ খানকে। আজ একাদশে নেই প্রথম দুই ম্যাচে খেলা পেসার সেলিম সাফিও। তাদের জায়গায় দলে এসেছেন ডানহাতি পেসার আব্দুল রহমান ও বাঁহাতি স্পিনার জিয়া আকবর। দুজনেরই আজ অভিষেক হতে চলেছে আফগানদের হয়ে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত,  তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর ও আব্দুল রহমান।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫