মাদকসহ আটক ৭ পাচারকারী, ট্রলারে মিলল ৪০ হাজার ইয়াবা

মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-
কক্সবাজারের টেকনাফ উপকূলে যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ৪০ হাজার ইয়াবাসহ সাত মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব ও কোস্টগার্ড।
শনিবার (২২ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটক ব্যক্তিরা হলেন—সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), মো. আব্দুল্লাহ (১৯), রিয়াজ উদ্দিন (২০), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)। তারা টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উপকূলবর্তী মহেশখালিয়া পাড়া সংলগ্ন সাগরে ট্রলারযোগে মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচার হয়ে আসছে—এমন গোপন খবর পায় র্যাব ও কোস্টগার্ড। পরে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ট্রলার চিহ্নিত করা হয়।
অভিযানের সময় উপকূলে নোঙর করা ট্রলারটিতে অবস্থানরত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ট্রলারের ইঞ্জিন রুমের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ পাওয়া যায়, যেখানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ট্রলারে থাকা সাতজনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫