|
প্রিন্টের সময়কালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০৮:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জানুয়ারি ২০২৫ ০৬:১৪ অপরাহ্ণ

ভারতীয় সেনাপ্রধান: প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ শুভ ফল বয়ে আনবে না


ভারতীয় সেনাপ্রধান: প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ শুভ ফল বয়ে আনবে না


ঢাকা প্রেস ,আন্তর্জাতিক ডেস্ক:-

 

প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্কের মধ্যে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। পাশাপাশি, কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী এসব কথা বলেন।
 

তিনি বলেন, “বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির সামান্য একটি অংশ ছাড়া পুরো সীমান্তজুড়েই রয়েছে ভারত। আমাদের একসঙ্গে বসবাস করতে হবে এবং পরস্পরকে বুঝতে হবে। এমন কোনো কাজ করা উচিত নয়, যা আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
 

জেনারেল দ্বিবেদী আরও উল্লেখ করেন, “বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের দীর্ঘ সীমান্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব দিকে একটি ছোট অংশ বাদে বাকি অংশ পুরোটাই ভারতকে ঘিরে রেখেছে।”
 

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গে বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে তার আলোচনার কথা। সর্বশেষ, গত বছরের ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার কথা হয়।
 

ভারতীয় সেনাপ্রধান জানান, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সম্পর্কের সমস্যা নেই। তবে রাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে আলোচনা তখনই সম্ভব, যখন উভয় দেশে নির্বাচিত সরকার কার্যকর থাকবে।
 

তিনি বলেন, “দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা আগের মতোই অব্যাহত রয়েছে। আমাদের অফিসাররা সেখানে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) যোগ দিচ্ছেন। উভয় পক্ষ থেকে এ বিষয়ে কোনো সমস্যা নেই।”
 

জেনারেল দ্বিবেদী আরও বলেন, যৌথ সামরিক মহড়া সাময়িকভাবে স্থগিত রয়েছে বর্তমান পরিস্থিতির কারণে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই এ ধরনের মহড়া পুনরায় শুরু হবে। সূত্র: ইন্ডিয়া টুডে


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫