ফেব্রুয়ারিতে হতে পারে প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য ২ ফেব্রুয়ারি বা ৯ ফেব্রুয়ারি তারিখ ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ২ ফেব্রুয়ারি তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। পরীক্ষার তারিখ নির্দিষ্ট করতে খুব শিগগিরই আন্তমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানে শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। সবাই ২ ফেব্রুয়ারি তারিখে সম্মতি দিলে ওই তারিখেই পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হবে। তাই এসএসসি পরীক্ষার আগেই দ্বিতীয় ধাপের পরীক্ষা নিতে হবে।
দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫