ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রপ্তানি কমবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, "আমরা নিজেদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে খরচ কমানোর চেষ্টা করছি, যা ব্যবসায়ীদের রপ্তানি ব্যয় আরও হ্রাস করবে। একই সঙ্গে ব্যবসা সহজীকরণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।"
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে)’ প্রকল্পের আওতায় আয়োজিত ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত দেশীয় প্রধান সুহাইল কাসিম, বেসরকারি খাত বিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস, আল নোকবা গ্রুপ (দুবাই ও ইউএই)-এর প্রধান নির্বাহী সুলতান এম আলবিশি, বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ এবং অন্যান্য বিশিষ্টজন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমাদের রপ্তানি অনেকটা নির্দিষ্ট কিছু পণ্যের ওপর নির্ভরশীল। এটি থেকে বেরিয়ে আসার সময় এখনই। বহুমুখীকরণ ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। এজন্য উদ্ভাবন ও নতুন বাজার খোঁজা অপরিহার্য।”
তিনি আরও যোগ করেন, "টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমাদের জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে হবে। দুর্নীতি দূর করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে মন্ত্রণালয় সবসময় পাশে আছে।"
বিশ্বব্যাংকের প্রতিনিধি সুহাইল কাসিম বলেন, “বাংলাদেশ যদি এলডিসি থেকে উত্তরণ ঘটায়, তাহলে বিদেশি সহায়তা কমে আসবে। তাই এখনই ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শক্তিশালী করতে হবে এবং প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে।”
বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ বলেন, “তৈরি পোশাকশিল্পের পাশাপাশি আমাদের প্লাস্টিক, চামড়া, ফুটওয়্যার এবং হালকা প্রকৌশল খাতেও রপ্তানি বাড়াতে হবে। বর্তমানে প্লাস্টিক শিল্পে প্রবৃদ্ধি ২০ শতাংশ, যা অত্যন্ত আশাব্যঞ্জক।”
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে চামড়া, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক ও লাইট ইঞ্জিনিয়ারিংসহ সম্ভাবনাময় রপ্তানি খাতের ১২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ৯টির বেশি দেশের ২৫টি আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতাও উপস্থিত আছেন, যার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ভুটান, মালদ্বীপ ও মালয়েশিয়া।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫