রাজীবপুরের দুর্গম চরে আফরোজা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোখলেছুর রহমান, রাজীবপুর (কুড়িগ্রাম):-
"মানুষের জন্য, মমতার জন্য"—এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কির্তনতারী বাজার সংলগ্ন শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে আফরোজা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও আফরোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আকতার শুভ’র সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা নাসির হোসেন।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন—
ডা. সাকিব আল শাহরিয়ার শুভ, এমবিবিএস, ডিএ, পিজিটি (মেডিসিন), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
ডা. শরিফ উদ্দিন শাকিল, এমবিবিএস, পিজিটি (মেডিসিন), ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ।
অতিথির বক্তব্যে নাসির হোসেন বলেন, “আফরোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আকতার শুভ তার ছোট বোন আফরোজার অকাল মৃত্যুর পর এ উদ্যোগ নেন। ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছিল। সেই থেকেই শুভ সংকল্প করেন—আর যেন কেউ ভুল চিকিৎসার শিকার না হন কিংবা বিনা চিকিৎসায় প্রাণ না হারান। সেই মানবিক চিন্তা থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পের পথচলা শুরু।”
আফরোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আকতার শুভ বলেন, “শুধু মেডিকেল ক্যাম্প নয়, মানুষের যেকোনো মানবিক প্রয়োজনে পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।”
চিকিৎসা নিতে আসা সালেহা খাতুন (৬০) বলেন, “ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা লাগে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। আজ আমাদের এই চরের গ্রামে ডাক্তার এসে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন—যারা এই উদ্যোগ নিয়েছেন আল্লাহ তাদের ভালো করুন।”
এছাড়া আফছার আলী বলেন, “ডাক্তার দেখাইতে নৌকা ভাড়া, গাড়ি ভাড়া দিয়ে হাসপাতালে যেতে হয়। অনেক সময় দূরত্বের কারণে যাই না। আজ ফাউন্ডেশনের ভাইয়েরা চিকিৎসা করেছে, আবার ওষুধও দিয়েছে। বাবাদের আল্লাহ বাঁচিয়ে রাখুন, ভালো কাজ করার তৌফিক দিন।”—এ কথা বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি।
সালেহা খাতুন ও আফছার আলীর মতো অনেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।
ডা. শাকিল ও ডা. শুভ বলেন, “আমরা এই অঞ্চলেরই সন্তান। কুড়িগ্রামের মানুষকে সবসময় নিজেদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে দেখেছি। চরের মানুষগুলো হাসপাতাল পর্যন্ত যেতে পারে না, তাদের এমন সামর্থ্য নেই। দুর্গম এই পথ পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার সুযোগও এখানে নেই। পূজা ছুটির মধ্যেও আমরা এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আফরোজা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আজকের দিনব্যাপী যতটুকু পেরেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।”
দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফরোজা ফাউন্ডেশনের সদস্য মোখলেছুর রহমান, পলাশ মাহমুদ, হান্নান শাহ, তারিকুল ইসলাম, আহনাফ আকিব,শাকিল মাহমুদ, জুয়েল মাহমুদ, মেহেদী হাসান, সোহাগ, আরিফুল ইসলাম আরিফ, মেহেদী হাসান মিঠুন, নাহিদ হাসান, মাহমুদুল হাসান, শীতলসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫