|
প্রিন্টের সময়কালঃ ০৬ মার্চ ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১৮ অপরাহ্ণ

জয় অপহরণ ও হত্যাচেষ্টা মামলা: আপিলে খালাস পেলেন মাহমুদুর রহমান


জয় অপহরণ ও হত্যাচেষ্টা মামলা: আপিলে খালাস পেলেন মাহমুদুর রহমান


ঢাকা প্রেস নিউজ

 

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাজা বাতিল করে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
 

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মাহমুদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
 

মামলার পটভূমি.....
২০১১ সালের সেপ্টেম্বরের আগ থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও জোটভুক্ত অন্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনে জাসাস কার্যালয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, যুক্তরাজ্যসহ বিভিন্ন স্থানে একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন বলে অভিযোগ ওঠে।

 

এ ঘটনায় ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পুলিশ সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
 

বিচার ও রায়....
মামলার বিচার চলাকালে সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন সাক্ষ্য প্রদান করেন। এরপর ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর রায় ঘোষণা করেন, যেখানে শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান, যার পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ৩ অক্টোবর আপিলের শর্তে তিনি জামিনে মুক্তি পান এবং ১২ ডিসেম্বর সাজার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপিল করেন।
 

চূড়ান্ত রায়.....
২০২৪ সালের ২৩ জানুয়ারি আপিল শুনানি শেষে আদালত ১০ ফেব্রুয়ারি রায়ের দিন নির্ধারণ করেন। আজ সেই রায়ে মাহমুদুর রহমানকে খালাস দেওয়া হলো


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫