দক্ষিণ হালিশহরে জুলাই -আগষ্ট ২০২৪ শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোসেন বাবলা ( চট্টগ্রাম):-
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ -সভাপতি মোঃ শরীফের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোঃ মোতাহার হোসেন বাদলের সঞ্চালনায় গতকাল শনিবার (১২জুলাই, রাতে) সিকদার জামে মসজিদে দোয়া মাহফিল ও স্মরণসভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ গফুর।
স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ নূরুল আমিন, মোঃ এবাদুল হক, মোঃ সালাউদ্দিন, প্রবীণ বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিন নেজাম,স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আশরাফ আল সাবা, নজরুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিগত ২৪ সালে জুলাই -আগস্ট নিহত সকল শহীদদের এবং আহত হাজার হাজার ছাত্র জনতার জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
পরিশেষে তবারুক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫