|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০২:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ মার্চ ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ

অপূর্বর সঙ্গে তটিনী এই প্রথমবার


অপূর্বর সঙ্গে তটিনী এই প্রথমবার


গেল ভালোবাসা দিবসে ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্পে "সময় সব জানে"-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈদের নাটক নিয়ে। নতুন একটি নাটকের শুটিং আসছে ঈদের জন্য করলেন তিনি। নাটকের নাম "এসো হাতটা বাড়াও"।

প্রথমবার তারকা অভিনেত জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বাঁধলেন তটিনী এ নাটকের মধ্য দিয়ে। এটি পরিচালনা করেছেন গোলাম সারোয়ার অনিকের গল্পে  মেহেদি হাসান জনি।

অপূর্ব বলেন, "গল্পটা সুন্দর, পিওর রোমান্টিক। রোমান্টিক হলেও কিছু মজার মজার দৃশ্য রয়েছে যেগুলা দর্শকরা পছন্দ করবে। আর তটিনীর সঙ্গে এটাই প্রথম কাজ। 
সবার কাছেই তটিনীর নামে বেশ প্রশংসা শুনলাম। দেখেও মনে হলো, কাজের প্রতি বেশ ডেডিকেটেড। এই ডেডিকেশন ধরে রাখতে পারলে ভালো করবে। অনেক শুভকামনা।" 

অভিনেত্রী তটিনী বলেন, "আমি খুবই ভাগ্যবতী যে অল্প সময়েই আমার অনেক পছন্দের শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, 
অবশেষে সেটাও পূরণ হলো।" 

নির্মাতা জানান, আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। অপূর্ব-তটিনী ছাড়া এখানে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, মিমি প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫